PDX Parbon is a non-profit organization owned by Bangladeshi community of Portland, Oregon that celebrates Hindu religious and cultural festivals for the diverse community in the greater Portland area.

শঙ্খচিল শালিকের বেশে যে মানচিত্রটিতে বারবার উড়ে উড়ে যায় আমাদের মন- সে আমাদের বাংলাদেশ, আমাদের জন্মভূমি। বটেরমূলে আঁচল বিছিয়ে আর নদীর কলতানে সে জন্মভূমি ধরা দেয় আমাদের জননীরূপে। বিদ্রোহ আর বিপ্লবে কিংবা সৃষ্টির উল্লাসে সে জননীর ভাষা বাংলাতেই মূর্ত হয়ে ওঠে আমাদের চেতনা। রবীন্দ্র, নজরুল আর জীবনানন্দ তাই আমাদের মন ও মননের নিত্যসাথী। প্রবাস জীবনের প্রাত্যহিকতা আর ইট, কাঠ, পাথরের নাগরিকতায় স্তব্ধ মন খুঁজে ফেরে বিবেকানন্দ, রামকৃষ্ণ আর লালনের কথকতা , খুঁজে জীবপ্রেমে ঈশ্বরদর্শন।
বাংলা, বাংলাদেশ আর বাংগালির এই সহস্র বছরের সংস্কৃতি ও জীবনদর্শনের শ্বাশত রূপকে পরমযত্নে ধারণ করে, সহস্রধারায় তা ছড়িয়ে দেয়ার আহবান নিয়ে এসেছে - 'পিডিএক্স পার্বণ'। বৈচিত্র‍্যের সহাবস্থান নিশ্চিত করে, আগামী প্রজন্মের মাঝে যেন বাংগালি সংস্কৃতি আর ধর্মদর্শনের বিকাশ ঘটে এই উদ্দেশ্যে 'পিডিএক্স পার্বণ' বছরজুড়ে আয়োজন করবে শারদীয় দুর্গোৎসব, শ্যামাপূজা, বসন্ত পঞ্চমী আর প্রীতি সম্মিলনী। আমাদের এই আয়োজনসমূহে সবার প্রতি থাকলো উদার আমন্ত্রণ।

Sanjoy Das

President

Rajat K Paul

Vice President

Sishir Bhowmick

Secretary

Subrata Das

Treasurer

General Members

Sutapa Das, Rony Saha, Kamal Ray, Sujoy Talukder